দুর্গাপুরে ভোক্তা অধিকার সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত


দুর্গাপুর প্রতিনিধি :  রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ অবহিতকরণ, সচেতনতায় ও বাস্তবায়ন বিষায়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ নভেম্ববর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী সহকারী পারিচালক মাসুম আলী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম,দূর্গাপুর পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, দূর্গাপুর উাপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা আবু আনাস,দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানুকনা, দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রফ, অধ্যক্ষ আব্দুল আজিজ, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবছার আলী,পানানগর ইউপি চেয়াম্যান মোজাহার আলী।

আলতাফ হোসেন অধ্যক্ষ দূর্গাপুর ফাজিল মাদরাসা, এছাড়া সেমিনারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।