দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন


দুর্গাপুর প্রতিনিধি: সোমবার সকাল সাড়ে নয়টার সময় রাজশাহীর দূর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি আবেদন করেছে- ২২৪ জন, মোট সিট সংখ্যা- ১২০ জন,লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে- ১০৬ জন, প্রতিবন্ধী- ২ জন, মুক্তিযোদ্ধা- ২ জন, মোট ১১০ জন সপ্তম শ্রেণীতে আসন সংখ্যা ৯ জন আবেদন করেছেন ৩৯ জন লটারির মাধ্যমে ৯ জনকে ভর্তি করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ এর সভাপতিত্বে ও দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাসমত আলী, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও শ্রী অশোক কুমার, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, আব্দুল মতিন, নজরুল ইসলাম, শিক্ষার্থী-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।