দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ২০২১-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এলাকার ১২জন দুস্থ ও অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

 

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।