নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় দেশে এক দশমিক ৫৫ শতাংশ মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া দেশে জনসংখ্যার প্রতি ১০ লাখে ৭০ দশমিক ৭৩ জন করোনাভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৪০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭৭ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ১৮ হাজার ২৪৯ জন করোনা থেকে সুস্থ হলো। সুস্থের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৮৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭০২ জন, রংপুর বিভাগে ৩০৯ জন, খুলনা বিভাগে ৩৬০ জন, বরিশাল বিভাগে ২০৭ জন, রাজশাহী বিভাগে ৩১০ জন, সিলেট বিভাগে ১৭৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।