ধামইরহাটের চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় এই লটারি প্রক্রিয়ায় উদ্বোধন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খেলাল-ই- রব্বানী, সহকারী শিক্ষক এটিএম বদিউল আলম তপন কুমার, অভিভাবক আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

ষষ্ঠ শ্রেণীতে সাড়ে ৩ শত আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ১২০ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হয়।