ধামইরহাটে খেলনা ইউনিয়নে গ্রামে গ্রামে পালন হচ্ছে বিজয় দিবস


ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিজয় দিবস গ্রাম পর্যায়ে পালন হতে দেখা গেছে। জাতির পিতার সোনার বাংলায় ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকা খেলনা ইউনিয়নে বিজয় দিবস পালন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা, শিশু, মড়লই, কলোনীপাড়া, দেশাহার, গোপিরামপুর এলাকায় স্থানীয় গ্রাম কমিটির নেতৃবৃন্দ ও তরুন যুবকরা বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ২১ ডিসেম্বর ৫ দিনের মত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় শিশু গ্রামে পুরুস্কার বিতরণ অণুষ্ঠিত হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে খেলনা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হোসেন বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।