ধামইরহাটে পৌরসভার ১ম অধিবেশন,প্যানেল মেয়র হলেন মুক্তাদিরুল হক ও মেহেদী হাসান


ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পৌরসভার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিপুল ভোটে ২য় বার নির্বাচিত পৌর পিতা মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

 

অধিবেশনে সাবেক পরিষদের সালিশী বোর্ডের চেয়ারম্যান ২য় বার নির্বাচিত কাউন্সিলর আব্দুল হাকিমের প্রস্তাবনার স্বপক্ষে সংখ্যাগরিষ্ঠতা পুরোনো প্যানের মেয়রগনের সমর্থনে ও কণ্ঠভোটে প্যানেল মেয়র-০১ নির্বাচিত হন ধামইরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা ২য় বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মুক্তাদিরুল হক ও প্যানেল মেয়র-০২ নির্বাচিত হন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তরুন ও যুব সমাজের আইকন, ধামইরহাট পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. মেহেদী হাসান।

 

পরে নারী কাউন্সিলরদের মধ্য হতে শাহনাজ পারভীন কে প্যানেল মেয়র-০৩ ঘোষনা করা হয়। অনুষ্ঠানে ২য় বার নির্বাচিত আরেক জনপ্রিয় কাউন্সিলর ইব্রাহীম হোসেন, নব-নির্বাচিত কাউন্সিলর ও পৌর যুবলীগ সম্পাদক মাহবুব আলম বাপ্পী, কাউন্সিলর আলতাব হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর ফারুক হোসেন, কাউন্সিলর একরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, মিনুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।