ধামইরহাটে বাহারি ফুলের সমাহার নিয়ে উদ্বোধন হলো সোয়াদ ফুল ঘর


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাহারি ফুলের সমাহার নিয়ে উদ্বোধন করা হলো সোয়াদ ফুল ঘর। ১০ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট থানার পশ্চিম পার্শে টোটাল সল্যুউশান ইন্জিনিয়ারিং সংলগ্ন সদর রাস্তার পার্শে সোয়াদ ফুল ঘরের উদ্বোধন করেন সোয়াদ ফুল ঘরের সত্বাধিকারী মো. আফজাল হোসেনের বাবা মো. সামসুল আলম। এ সময় এ সময় ব্যাংকার খাদিজাতুল কোবরা, রিপন, ফুল প্রেমি মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আফজাল হোসেন জানান, সোয়াদ ফুল ঘরে থাকবে সব সময় কাঁচা ফুলের সমাহার। এখানে বিবাহ,বাসর ঘর সাজানো, গায়ে হলুদ,বিয়ের গাড়ি, বুকেট, ইস্টেজ ফুল দিয়ে সাজানো হয় এবং ইভেন ম্যানেজম্যান্ট এর কাজ ও করা হয়ে থাকে।

 

সরকারী বিভিন্ন প্রোগ্রামে পুষ্পমাল্যদানে বিপাকে পড়তে রাজনৈতিক, সুশীল সমাজ ও সরকারী কর্মকর্তাদের। বাধ্য হয়ে নজিপুর-জয়পুরহাট দৌড়াতে হয়, সোয়াদ ফুল ঘরেই এখন থেকে সকল ফুলের সমাহার থাকবে এবং সরকারী বেসরকারী সকল ক্ষেত্রে সোয়াদ ফুল ঘর সেবা প্রদান করে যাবে বলে সত্বাধিকারী আফজাল হোসেন জানান।