ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করতে এসে ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় ২ জনকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার বেলা ১১ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা ও ব্রাক অফিসের মাঝপথে ধামইরহাটের ইউএনওর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। ইউএনও আসমা খাতুন ও এসিল্যান্ড জেসমিন আক্তার সার্বক্ষনিক আহতদের খোজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য যোগদানকৃত ইউএনও আসমা খাতুন সকাল ১১ টার দিকে উপজেলা সদর থেকে জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনালের এসএসসি পরীক্ষা পরিদর্শণের জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে ধামইরহাটে যুবলীগের প্রতিষ্ঠা বাষিকীতে যোগদিতে ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীর নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর সমাবেশ আসে। ওই বহরে পিছিয়ে থাকা একই মোটরসাইকেলে ৩ জন যুবলীগ কর্মীও অনুষ্ঠানের আসার পথে পিড়লডাঙ্গা ও ব্র্যাক অফিসের মাঝপথে ইউএনও গাড়ির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক চন্দ্রকোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে গোলজার হোসেন (৩৫), নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৪০) ও জোতরাম গ্রামের ফজলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪০) আহত হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় ইউএনও আহতদের ধামইরহাট হাসপাতালে নিলে গুরুত্বর অবস্থায় গোলজার ও মাসুদ রানাকে রামেক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী মোটরসাইকেলের ধাক্কায় ক্ষতিগ্রস্থ হলেও ইউএনও এবং গাড়ীতে থাকা কারও কোন ক্ষতি হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন বলেন, ‘বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিতে ৩জন আরোহীসহ খুব দ্রুত গতিতে আসছিল, এবং আকস্মিক এই ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক, তাদের সার্বক্ষনিক খোজ খবর রাখা হচ্ছে, এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে করা হবে।