ধামইরহাট উপজেলা সমিতি,ঢাকার উদ্যোগে ঈদ উপহার বিতরণ


ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১২ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত অডিটোরিয়ামে ‘ধামইরহাট উপজেলা সমিতি, ঢাকার সাংগঠনিক সম্পাদক মেহেদী মোর্শেদের সভাপতিত্বে ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকার ১শত ৫ জন অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই-চিনি, প্যাকেট দুধ, চাল-ডাল, তৈল ও লবন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, ‘ধামইরহাট উপজেলা সমিতি, ঢাকার প্রচার সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ডাক্তার মামুনুর আলম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মিশকাত শরীফ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ আহমেদ, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মাস্তুরা মনি, ছাত্রকল্যাণ সম্পাদক তানবীরুল ইসলাম প্রমুখসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধামইরহাটের স্থায়ী বাসিন্দা যারা ঢাকায় চাকুরী, ব্যবসা ও বিভিন্ন কাজে জড়িত তাদের সকলের সমন্বয়ে গঠিত সমিতি নিজ উপজেলার মানুষের পাশে দাড়িয়ে মহামারীকালীন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, বিপদকালীন এই সময়ে এই উপহার পেয়ে অসহায়রা খুশি হয়েছেন।