ধোনি-রোহিতের পর এবার কোহলিকে জরিমানা


বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

চলতি আইপিএলে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। দুজনকেই ১২ লাখ রুপি জরিমানা দিতে হয়েছে। ধোনি-রোহিতের পর এবার মন্থর ওভার রেটের বিরাট কোহলিকেও ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

 

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বোলিং শেষ করেছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার জন্য জরিমানার মুখে পড়েছেন দলটির অধিনায়ক।

 

এক বিবৃতিতে কোহলিকে সাজা দেওয়ার বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আসরে এবার প্রথম জরিমানার মুখে পড়েছেন তিনি। ফের এই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ আরো বাড়তে পারে।

 

আইপিএলের মন্থর ওভার রেটের নিয়ম অনুসারে, একই আসরে দ্বিতীয়বার একই অপরাধ করলে দলের অধিনায়ককে ২৪ লাখ রুপি এবং একাদশের বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা করা হয়। তৃতীয়বার হলে জরিমানার পরিমান হবে ৩০ লাখ রুপি। একই সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক। সেক্ষেত্রে একাদশের বাকিদের ম্যাচ ফির ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে।