নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতলিয়া হামড়াপাড়া গ্রামের জমিজমা নিয়ে বিরোধে পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় যুবদলের নেতা মো. শামীম আকতার লিটন (৩৪), মো. আলমগীর কবির (৩২), উভয়ের পিতা মো. আলেফ উদ্দিন। মো. আলেফ উদ্দিন (৫৭), পিতা মৃত পরেশ সরদার, মোছা. সামছুন নাহার (৫০), স্বামী মো. আলেফ উদ্দিন উভয় গ্রাম ভুতলিয়া হামড়াপাড়াসহ অজ্ঞাত আরও ৬/৭ জন সংঘবদ্ধ চক্র মিলে ভূক্তভোগী স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক দিং এর আম মেহগুনি ও কলা বাগান কর্তন করে। এ ঘটনায় গত রোববার ১.১০.২০২৩ তারিখে আব্দুল খালেক বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ভূক্তভোগী আব্দুল খালেক জানান, বিবাদীগন জোর পূর্বক জমি দখল করার জন্য আমার জমিতে থাকা আম গাছ ১০টি, মেহগুনি ৩০টি ও কলা গাছ ৩০টি সর্বমোট ৭০টি গাছ কর্তন করে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। উক্ত গাছ কাটার সময় আমি বাধা দিলে তারা আমাকে মারপিট করার উদ্দেশ্যে হাতে থাকা লাটি সোটা দিয়ে ধাওয়া করে এবং আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেন।
আব্দুল খালেক আরও জানান, ভূতলিয়া মৌজার সিএস ১০৯, আরএস ৫৫নং খতিয়ানের সাবেক ১৫৯ হাল ৩০৭নং দাগের ৫৬ শতক সম্পত্তির মূল মালিক ছিলেন প-িত সরদার। পন্ডিত সরদারের কন্যা মানীকজান বিবি। মানীকজান বিবির ছেলে মানত উল্লা ওরফে মকছেদ আলী, মেয়ে মফিজান বিবি ও মোমেনা খাতুন এর দুই ছেলে আজাদ হোসেন ও আমজাদ হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আরএস রেকর্ড মূলে মালিক হইয়া। গত ইং ১১/০৯/২০০১ তারিখের ৯৩৯৩ নং রেজিষ্ট্রিকৃত হেবাবিল এওয়াজ দলিল মূলে নালিশী আরএস ৫৫ নং খতিয়ানের হাল ৩০৭ নং দাগের ৫৬ শতক কাতে ১২ শতক সম্পত্তি সহ ভূতলিয়া মৌজায় মোট ৪০.৫০ শতক সম্পত্তি মো. আব্দুল খালেক দিং বরাবর হস্তান্তর করিয়া দখল বুঝ করিয়া দেন। উক্ত ৯৩৯৩/২০০১ নং দলিল মূলে প্রাপ্ত হইয়া হাল ৩০৭ দাগের ১২ শতক সম্পত্তি দাগের পূর্বাংশে উত্তর দক্ষিণ লম্বা পাকা রাস্তা সংলগ্ন বরাবর দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণ ভোগ দখল করিয়া আসিতেছি।
স্থানীয় গন্যমান্য ব্যক্তি মো. আনোয়ার হোসেন (টুকু) জানান, আব্দুল খালেক দিং এর পিতা মৃত জৈমত আলী সরদারের ফুফাতো ভাই মানতউল্লা ওরফে মকছেদ আলী দিং এর নিকট থেকে কবলা মূলে প্রাপ্ত হইয়া উক্ত হাল ৩০৭ দাগে ১২ শতক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক দিং শান্তিপূর্ণ ভোগদখল করিয়া আসিতেছে।
বিষয়টি লইয়া স্থানীয় ভাবে ইসমাইল হোসেন পিন্টু আপোষ মিমাংসার প্রস্তাব দিলে আলেফ উদ্দিন ও তার দুই ছেলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
নওগাঁ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট সুলতান আহমদ আইনগত মতামত দেন যে, নালিশী আরএস ৫৫ নং খতিয়ানের সম্পত্তি এজমালী আছে। এই খতিয়ানে ৯৩৯৩/২০০১ নং দলিল মূলে প্রাপ্ত মো. আব্দুল খালেক দিং এর হাল ৩০৭নং দাগের ১২শতক সম্পত্তিতে শান্তিপূর্ণ ভোগদখলে আলেফ উদ্দিনের বাঁধা দিবার আইনত কোন অধিকার নাই (রেফারেন্স ৩৪ইখউ২৯৫, ৯ইখউ(অউ)৬৭।
উক্ত বিরোধীয় ৩০৭দাগের সম্পত্তিসহ অন্যান্য সম্পত্তি লইয়া খতিয়ানের অপর শরীক মো, মকবুল হোসেন দিং বাদী হয়ে সদর সিনিয়র সহকারী জজ আদালত, নওগাঁতে ৬৮/২০১৮ নং বাটোয়ারা মামলা দায়ের করিয়াছেন যাহা চলমান আছে।
আলেফ উদ্দিন ছেলে শামীম আকতার লিটন বলেন, আমরা গাছ কাটিনি। তারাই গাছ কেটে আমাদের ওপর দোষ দিচ্ছে।
এসআই মো. নূরুন্নবী বলেন, জায়গাজমি যেভাবে আছে সেভাবে থাকবে। বিষয়টি নিয়ে উভয়পক্ষকে আগামী মঙ্গলবার যাবতীয় কাগজপত্র নিয়ে বসার জন্য বলা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, উভয়পক্ষের আবেদন গ্রহন করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।