
প্রাণি প্রদর্শনী অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আবু আনাছ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাণী প্রদর্শনীতে ৩০ টি স্টল বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, মুরগী, কবুতর, পাখি, গাঁড়ল, দুম্বা, ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।