নওগাঁ প্রতিনিধিঃ “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে“ এই প্রতিপাদ্য নিয়ে করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে নওগাঁয় আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবার সহকারী উপ-পরিচালক গওছল আজম, প্রতিবন্ধী সেবা বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আল মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দিয়ে সহায়ক উপকরন বিতরন করেন।