নওগাঁয় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন, মোট আক্রান্ত ১৪৯২ জন


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ১০ জন, বদলগাছি উপজেলার ২ জন, পতœীতলা উপজেলার ১ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯২ জন।

এ সময় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলার ৪ জন, মহাদেবপুর উপজেলার ১ জন এবং সাপাহার উপজেরার ৩ জন। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ৩৮৮ জন।

 

এই ২৪ ঘন্টায় জেলায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ১০ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৩৭৮ জন।

জেলায় এ সময় নতুন করে সুস্থ্য হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩৮২ জন।