নওগাঁয় বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের সাথে কোভিড-১৯ করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের সাথে কোভিড-১৯ করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মাষ্টার পাড়ায় বে-সরকারী সংস্থা রানির কার্যালয় মিলনায়তনে প্রান্তিক জনগোষ্টির ক্ষমতায়নে সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন বৃদ্ধি প্রসপেক্ট প্রকল্পের আওতায় বে-সরকারী সংস্থা ডাসকো এর আয়োজন করে।

 

সভায় অন্যান্যের মধ্যে ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক উত্তম কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী তসলিমা ফেরদৌস, নারী নেত্রী লাবনী সাহা, নারী নেত্রী ফৌজিয়া ইয়াসমিন, ডাসকোর এরিয়া সমন্বয়কারী জাহেদ আলী, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা কোভিড-১৯ করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মুলক বিস্তারিত আলোচনা করেন।