নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সম্প্রতি ম্যানিলা চাইনিজ রেষ্টুরেন্টে মদের বার স্থাপনের অনুমতি প্রদানকে কেন্দ্র করে শহরের সর্বস্থরের মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ক্রমেই এই ক্ষোভ আন্দোলনে রুপ নিতে শুরু করেছে। এর অংশ হিসাবে শুক্রবার বাদ জুম্মা নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে শহরে প্রায় তিন কিলোমিটার ব্যাপী মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। ঘন্টাব্যাপী এই মানব বন্ধনে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লীসহ সামাজিক সংগঠন ঐতিহ্যবাহী প্রবাহ সংসদ, অন্বেশা নিশান ক্লাব, সানরাইজ ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করে।
কথা একটাই নওগাঁয় কোন মদের দোকান থাকবে না” মাদক মুক্ত নওগাঁ চাই, এসব স্লোগান ও ব্যানার ফেষ্ঠুন নিয়ে শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে বগুড়া বাসষ্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশে দাড়িয়ে শত শত মানুষ দাড়িয়ে প্রতিবাদ জানায়। নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দল মজিদের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আব্দুস ছাত্তার, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল লতিফ খাঁন, অন্বেশা নিশান ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ধুলু, প্রবাহ সংসদের সভাপতি সামসুল ইসলাম টফি, সানরাইজ ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ তৌফিকুল ইসলাম বাবু, ইমাম কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, টাউন মসজিদের ঈমাম মাওলানা আইউব আলী, ইমাম মাওলানা রেজওয়ানুল্যাহ।
বক্তারা বলেন, নওগাঁয় অবিলম্বে “মদের বার স্থাপন বন্ধসহ জেলায় সব ধরনের মাদকের কেনা-বেচা বন্ধ করা না হলে এলাকার সর্বস্থরের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
নওগাঁ জেলা ইমাম মুয়াাজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ আব্দুল মজিদের সভাপতিত্বে হাজার হাজার নওগাঁবাসি এতে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।