নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ষ্টেইক হোল্ডারদের সাথে কোভিড ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মির্জা ইমাম উদ্দীন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বে-সরকারী সংস্থা রুপান্তরের সহযোগিতায় স্থানীয় সংস্থা আপোস এর আয়োজন করে।
আপোসের নির্বাহী পরিচালক এস,এম শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক গোলাম মোস্তাফা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, সদর মডেল থানার এস,আই শফিকুল ইসলাম, রুপান্তরের কোভিড ক্যাম্পেইন প্রকল্পের ফিল্ড অফিসার রেজওয়ানা আফরোজি, ক্যাপাসিটি বিলডিং অফিসার ফাহমিনা জাহান প্রমুখসহ বিভিন্ন ষ্টেইক হোল্ডাররা বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন শ্রেনীর পেশার অংশ গ্রহন করেন।