নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৩০৩ টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৬ লক্ষ ২৪ হাজার ৮৩০টি বই বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে বই উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, হাট নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ নয়ন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, হাটনওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম নাজমুল হাসানসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।