নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে ২০২১ সালের জন্য সরদার সালাহউদ্দিন মিন্টু তয় বারের সভাপতি এবং আশফাকুর রহমান রব ২য় বারের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নওগাঁ জেলা বার এ্যাসোসেিয়শনের বার্ষিক নির্বাচনে রবিবার রাতে রিটানিং অফিসার এ্যাডঃ নিরঞ্জন কুমার সাহা নিরু এ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন কমিশনার ও জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এবং রিটার্নিং অফিসার এ্যাড. নিরঞ্জন কুমার নিরু স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী জানা গেছে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সরদার সালাহউদ্দিন মিন্টু সভাপতি, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এ্যাড. আশফাকুর রহমান রব সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা বার এ্যাসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহঃ সভাপতি পদে এ্যাড. মিনা বেগম ও এ্যাড. খায়রুল আলম বাপ্পী, সহঃ সাধারন (প্রশাসন) পদে এ্যাড. শরিফুল ইসলাম, সহঃ সাধারন সম্পাদক (লাইব্রেরী) পদে এ্যাড. হারুন-অর-রশিদ চৌধুরী হিরা, সহঃসাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে হারুন-অর-রশিদ এবং কার্যকরী সদস্য ৮টি পদে যথাক্রমে মুস্তাফিজুর রহমান-৩, এ্যাড. তারিকুল ইসলাম, এ্যাড. মনোয়ার হোসেন, এ্যাড.মোঃ আরিফুল ইসলাম স্বপন, এ্যাড. মোঃ রফিকুল ইসলাম-৯ বাবু, এ্যাড. মামুনুর রশিদ-৩, এ্যাড. আরিফুর রহমান রিপর এবং এ্যাড. তোফাজ্জল হোসেন-২ নির্বাচিত হয়েছেন। সভাপতি স্বতন্ত্র প্রার্থী, সাধারন সম্পাদকসহ আ‘লীগ সমর্থিত ৮ জন এবং বিএনপি সমর্থিত ৫জন নির্বাচিত হয়েছেন।
নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের মোট সদস্য ৩৯৫ জন। এদের মধ্যে নির্বাচনে ৩৬৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।