নওগাঁ প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ পৌরসভা নির্বাচনে ধানের হয়েছেন বর্তমান মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি। মঙ্গলবার রাতে বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় তাঁর প্রার্থিতা চূড়ান্ত করে। আগামী ৩০ জানুয়ারি হতে যাওয়া নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে মোট ২জন আবেদন করেন।
যাচাই বাছাই শেষে নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও দুই বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব নাজমুল হক সনিকে নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়া হয়।
মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব নাজমুল হক সনি বলেন, নওগাঁ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ৩য বারের মত মনোনীত করায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে ধানের শীষ বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, নওগাঁবাসী এই পৌরসভায় কাজ করবার জন্য দুইবার নির্বাচিত করেছিলেন। আমি তাদের আশা বিরোধী দলে থেকেও আমার
সাধ্যমত চেষ্টা করে অনেকাংশ পুরুন করেছি। অনেক কাজ অসমাপ্ত আছে। আমাকে পুনরায় নির্বাচিত করে কাজ করার সুযোগ দিলে অসমাপ্ত কাজ সমাপ্ত করে নওগাঁ পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবেন বলে জানান তিনি।