নওগাঁ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদারমুক্ত দিবস। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষনা করা হলেও মূলত নওগাঁ মুক্ত হয় আজ। দিবসটি সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে স্থানীয় একুশে পরিষদ নওগাঁ নামে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার সকালে শহরের প্যারীমোহন লাইব্রেরী চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে লাইব্রেরীর চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সংগঠনটির উপদেষ্টা অবসর প্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম,এম রাসেলসহ বিশিষ্ট ব্যাক্তিরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয়ের খবর জানার পর নওগাঁয় যুদ্ধকালীন কমান্ডার জালাল হোসেন চৌধুরী নওগাঁ শহর আক্রমণের সিদ্ধান্ত নেন।
১৭ ডিসেম্বর মুক্তিসেনারা শহরে প্রবেশের চেষ্টা চালান। শুরু হয় সম্মুখযুদ্ধ। এতে শহীদ হন ছয়জন মুক্তিযোদ্ধা। পরদিন মিত্রবাহিনী যোগ দিলে পাকিস্তানি সেনাদের পতন হয়। শহরের সরকারি কে ডি উচ্চবিদ্যালয় মাঠে তাঁরা আত্মসমর্পণ করে। এরই মধ্যদিয়ে মুক্ত হয় সীমান্তবতী জেলা নওগাঁ।