নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে বর্ধিত সভা


দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ১নং নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর রবিবার দুর্গাপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারই ধারাবাহিকতায় উপজেলার ১নং নওপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন নওপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।

এই নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে ১৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় সময় নান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।

নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং দুর্গাপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম সামসুল হক,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, রাজশাহী জেলা ছাত্র লীগের সদস্য এসএম মাসুদ রানা,উপজেলা যুব লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান রিদয়,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল, নওপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান। ইউনিয়ন যুব লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নূর রনি

এসময় বক্তব্য রাখেন ১ নং নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রুস্তম আলী  ইউনিয়ন সহ সভাপতি আব্দুল হামেদ প্রাং ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন রশীদ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম আলি,৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আক্কাস আলী,৪ নংওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম। মশাররফ মাস্টার প্রমুখ।

বর্ধিত সভায় বক্তরা বলেন, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ,সকল ভেদাভেদ ভুলে সবাইকে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্য কাজ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নাই।আওয়ামী লীগের সকল নেতাকর্মী এমন ঐক্যবদ্ধ সাধারণ ভোটারদের মাঝে শান্তি ফিরে পেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী আরো বলেন, ৬ ইউনিয়নের মধ্যে সবচাইতে বেশি ভোটে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষে সবাই ওয়াদা বদ্ধ হন।