নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের শাখার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক: নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে মিডল্যান্ড ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রম জনগণের দোরগড়ায় পৌছে দিতে নগরভবনে মিডল্যান্ড ব্যাংক শাখা কার্যক্রম শুরু করেছে। যা রাসিকের কার্যক্রমে গতি সঞ্চার করবে। নগরভবনে সরকারি ব্যাংকিং সেবা আছে। এরপাথে বেসরকারি ব্যাংকিং সেবার যাত্রা শুরু হলো। যার মাধ্যমে আগামীতে সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সেবা সুনিশ্চিত হবে। ডিজিটাল ব্যাংকিং সেবায় এ প্রতিষ্ঠানটি একধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম। তিনি বলেন, মিডল্যান্ড ব্যাংক নগরভবন শাখায় আধুনিক প্রযুক্তিতে ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সিটি কর্পোরেশনে কর্মতরদের পাশাপাশি সকল নাগরিককে ব্যাংকিং সেবা প্রদান করবে। সিটি কর্পোরেনের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং সরিফুল ইসলাম বাবু ও সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, মিডল্যান্ড ব্যাংকের রাজশাহী শাখার উপ-ব্যবস্থাপক উলফাত আরা লাবনী, নগর ভবন শাখার ইনর্চাজ তাসিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র পরিবারের চারজন মেধাবী ছাত্রীর হাতে চারটি বাইসাইকেল উপহার হিসেবে তুলে দেন। ছাত্রীরা হলো-শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিথিলা আফরিন, সাফিয়া আফরীন, ইরাবান অর্চি, ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমনা আখতার নিপা।