মোহাইমেনউল স্বপন, চারঘাট প্রতিনিধিঃ রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের অর্ন্তগত নন্দনগাছী স্টেশন। এই স্টেশনে এক সময় অনেক যাত্রী ওঠানামা ছিল, ছিল স্টেশন মাস্টার, বুকিং মাস্টার, পয়েন্টসম্যান সহ অনেক কর্মচারী কিন্তু কালের বিবর্তনে হারিয়েছে স্টেশনের মান। আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেকবার নন্দনগাছী স্টেশন চালু ও আন্তঃনগর ট্রেন থামানোর কথা দিলেও রাখতে পারেনি কথা অপর দিকে সেই সময়ের জনপ্রিয় উত্তরা এক্্রপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায় কোন এক অদৃশ্য ছায়াতে। ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পরে স্টেশন সংস্কার ও অন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, অত্রলাকার স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতার সমন্বয়ে স্টেশনে মানব বন্ধন ও প্রতিবাদ গড়ে তোলে। এরই পরিপ্রেক্ষিতে অত্র স্টেশন অন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্র বিরতি দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা আন্দোলন তুলেনেন। পরবর্তীতে পহেলা মে ২০২৫ ইং তারিখ কমিউটার ট্রেনের যাত্র বিরতির কথা থাকলেও স্টেশনে থামেনি ট্রেনটি এর প্রতিবাদে আবারো গত ১১ই জুন অত্রলাকার স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা স্টেশনে তিব্র আন্দোলন ও প্রতিবাদ গড়েতুলে সেই দিন রাজশাহী হতে সারাদেশে প্রায় তিন ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ করেদেয় আন্দোলন কারীরা। রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ নন্দনগাছী স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ও পরোবর্তীতে আন্তঃগর ট্রেন স্টেশনে থামানো হবে বলে জানালে আন্দোল বন্ধ হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ঈশ্বরদী-রহনপুর-ঈশ্বরদী রুটে চলাচলকারী এই ট্রেনটি নন্দনগাছী স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২৫ থেকে নন্দনগাছী স্টেশনে কমিউটার ট্রেনের যাত্র বিরতির শুরু হলো। এতে অত্র এলাকার চাকুরীজীবী, স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ও শহরমুখী কর্মজীবীদের সময় ও টাকা দুটোই বাঁচলো। এলাকা বাসীর প্রণের দাবি অতিদ্রুত আন্তঃনগর ট্রেন নন্দনগাছী স্টেশনে থামতে হবে। নইতো আমাদের পরবর্তী আন্দোলন আমরন আন্দোলনে রুপ নিবে বলে জানান এলাবাসী।