নলডাঙ্গাবাসীর হৃদয়ে ইউএনও দেওয়ান আকরামুল হক


নাটোর প্রতিনিধি: সদ্য বিদায়ী নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক পেশাগত দক্ষতাসহ বিভিন্ন উন্নয়ন সূচকে অগ্রগতিতে নলডাঙ্গাবসীর ভালবাসা অর্জনের করেছেন । এর আগে  বিভিন্ন পুরস্কার পেয়েছন তিনি। বর্তমান তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ইউএনও হিসেবে বদলি হয়েছেন।
নলডাঙ্গাবাসীর বিনোদন প্রেমীদের আকিষ্ট করতে ও নিরাপত্তার জন্য হালতি বিলের  ওয়াচ টাওয়ার নির্মাণ করেন, সড়ক উন্নয়ন ,সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতীকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক কাজ করেছেন। নলডাঙ্গা বাসির হৃদয়ে কাজের  মাধ্যমে রয়ে যাবেন ইউএনও দেওয়ান আকরামুল হক।
নলডাঙ্গায উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) দেওয়ান আকরামুল হক বলেন, নলডাঙ্গাবাসীর কাছে  সরকারের সকল সেবা সুবিধাদি পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশ ও জনগণের সেবার ব্রত নিয়ে সারাজীবন কাজ করে যাব।
নলডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ডা. মজিবুর রহমান বলেন, যেকোনো দুর্যোগে তিনি গোটা এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে এখনো অনুকরণীয় মানবিক কর্মকর্তা ছিলেন।
বাঁশিলা দক্ষিণপাড়া যুব উন্নয়ন সোসাইটির সভাপতি মোঃ সাজেদুল ইসলাম ওলি বলেন,বাল্যবিয়ে ও যৌতুক প্রথা বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ,সরকারি জমি উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূলে একের পর এক অভিযান চালাচ্ছেন। আর জনহিতকর এসব কর্মকাণ্ড চালিয়ে তিনি এলাকার মানুষের অতি কাছের মানুষ হয়ে উঠেছেন। মানবিক এই ইউএনও উপজেলা জুড়ে নানা সেবাধর্মী উদ্যোগ নিয়েছেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাহান আলী বলেন, ঘরে পরিবার রেখে খেটে খাওয়া মানুষের বাড়িতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তার এ কাজে মুগ্ধ নলডাঙ্গাবাসী। পেয়েছেন শুদ্ধ চারসহ অনেক পুরস্কার। নলডাঙ্গা ইতিহাসে তিনিই  সফল ইউএনও।
খোঁজ নিয়ে জানা গেছে, নলডাঙ্গার ইউএনও হিসেবে গত বছরের যোগদান করেন দেওয়ান আকরামুল হক। আর দায়িত্ব নিয়েই তিনি উপজেলার মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেন।
উপজেলা শহীদ নাজমুল হক সরকারি কলেজে শিক্ষক নাজমুস সাদ বাবু বলেন, নলডাঙ্গা উপজেলায় যোগদানের পর থেকেই তিনি স্কাউট ,যুবকেদের, সুনীল সমাজের প্রতিনিধি সহ জনপ্রতিনিধিদের সহযোগিতায় সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন।
নলডাঙ্গা উপজেলা নিরাপদ সড়ক চাই সভাপতি লতিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাস্তববাদী পদক্ষেপ নিয়েছেন । সচেতনতা বৃদ্ধি করতে করেছেন নানান কার্যক্রম। প্রতিবন্ধীদের জন্য তিনি গড়ে তুলেছেন সুবর্ণ নাগরিক সেবা কেন্দ্র সমাজসেবা অফিসের মাধ্যমে। তিনি অনেক ভিক্ষুক পূর্ণবাসন করেছেন। প্রায় ২০টি প্রতিবন্ধী শিশুকে  চিকিৎসাসেবা, খাবার দেয়াসহ নানা সুযোগ-সুবিধা ব্যবস্থা করে দিয়েছেন।
মাধপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক নূর এলাহী বলেন, মাদক থেকে দূরে রাখতে তরুণ ও যুবসমাজের জন্য  খেলাধুলা আয়োজন করেতেন ইউএনও স্যার।
সমাজ সেবক ও ব্যাবসায়ী শহিদুল ইসলাম খান বলেন,তিনি যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১২ টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। তার মধ্যস্থতায় ১৫ টির মতো সংসার বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেয়েছে।
নলডাঙ্গা উপজেলার কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস বলেন, ইউএনও স্যার বিভিন্ন সময়ে দুর্যোগ মোকাবেলায় নানা উদ্যোগ নিয়ে চলেছেন।  সহায়তার হাত নিয়ে কর্মহীন, হতদরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
সেচ্ছ- সেবি সংস্থা সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, ইউএনও দেওয়ান আকরামুল স্যার উপজেলায় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন। হালতি বিলে অবৈধ পুকুর খনন বন্ধ করেছেন।
নলডাঙ্গা ক্যাবের সাধারণ সম্পাদক এম এম আরিফুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বেশি নিতে না পারেন সে জন্য তিনি নিয়মিত বাজার মনিটরিং করেছেন। ভ্রাম্যমাণ আদালতের চালিয়ে জরিমানা করেছেন।
ইউএনও দেওয়ান আকরামুল হক আরও বলেন, নলডাঙ্গা বাসীকে ভালো রাখতে  আমি দিন রাত  কাজ করে গেছি। উন্নয়নের জন্য প্রতিটি উদ্যোগ সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে গেয়েছি। এতে যত বাধাই আসুক পিছুপা হয়নি। আমি যতো দিন বাঁচবো দেশের সেবা করে যাবো।
এম এম আরিফুল ইসলাম