
শনিবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান ও সঞ্চালনায় উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন।
শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপির একান্ত সচিব আকরাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু সহ প্রমূখ।