নলডাঙ্গায় খালের পানিতে দুই গুই সাপের যুদ্ধ দেখতে মানুষের ভিড়


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় খালের পানিতে দুইটি গুই সাপকে বিভিন্ন কায়দায় যুদ্ধ করতে দেখা যায়। আর সেই বিরল দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত মানুষ। সোমবার উপজেলার তৈরাপাড়া এলাকায় একটি খালে এই দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, সকালে রেলওয়ের সংলগ্ন খালের পানিতে হঠাৎ দুটি গুই সাপকে মাথা উঁচু করে কুস্তি করতে দেখা যায়। প্রথমে গ্রামের এক তরুণ ঘটনাটি দেখতে পান। পরে ওই বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবরটি জানার পর এলাকার অনেক মানুষ দৃশ্যটি দেখতে সেখানে ছুটে আসেন।

প্রায় এক ঘণ্টা ধরে গুই সাপ দুটি অনেকটা নাচের তালে একে অন্যের সঙ্গে যুদ্ধ করে চলে। পানি থেকে প্রায় এক ফুট উঁচুতে দেহ খাড়া করে তারা এই যুদ্ধে মেতে ওঠে। এর আগে কখনো তারা গুই সাপের লড়াইয়ের এমন দৃশ্য দেখেনি। তাই বিভিন্ন বয়সের মানুষ দীর্ঘ সময় ধরে সাপের এই লড়াই উপভোগ করেছেন। প্রায় এক ঘণ্টা লড়াই চলেছে তাদের। এরপর সাপ দুটি চলে যায়।