নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
এতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও ) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্ব প্রশিক্ষণ অংশগ্রহণ করেন নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামা, উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু , মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা প্রমুখ।