নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহাবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর জব্বার মৃধা ।
মাহাবুর রহমান উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মৃত মছির উদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জেলেপাড়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এসময় এক বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসী মনে করছেন রাসেলস ভাইপার সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-(বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, সম্ভবত খৈয়া গোখরা সাপের কামড়ে তার মুত্যু হয়েছে। এরা বিষধর সাপ। এ সাপের কামড়ের পর শরীর অবস হয়ে আসবে, চোখ তুলে তাকাতে পারবে না, মুখ দিয়ে লালা ঝড়বে। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে পরামর্শ দেন তিনি।