অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক্সিম ব্যাংকের ষষ্টতম উপশাখার উদ্বোধন করা হয়েছ। বৃহস্প্রতিবার (০৭ জানুয়ারী) নাচোল বাস্টস্ট্যান্ড মোড় সোনালী ব্যাংকের নিচ তলায় এক্সিম ব্যাংকের উপশাখার অফিসের সামনে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের এরিয়া ম্যানেজার লাল মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন এক্সিম ব্যাংকের এভিপি মোহাম্মদ আলী জিন্নাহ। দোয়া পরিচালনা করেন নাচোল বাজার কেন্দ্রী মসজিদের পেশ ইমাম মাওঃ এনামুল হক।