নাচোলে এ্যাডভোকোসি সভা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকোসী সভা অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উগ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহামেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা( অতিঃ দাঃ) ডাঃ নোসিন ইয়াসমিন, মেডিক্যাল অফিসার ডাঃ নায়েমা আক্তার পাপিয়া, ডাঃ নাসরিন আক্তার ববি, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এছাড়া অনুষ্ঠানে আরো ব্কতব্য রাখেন নেজামপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নবীউল হক,পরিদর্শিকার বৃষ্টি রানী ও কসবা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী সারজি খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিদর্শক মাইনুল হক।