
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ডাকবাংলো চত্বর থেকে নেতা কর্মীদের বহর নিয়ে পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে, বাজারে দোকানে দোকানে, উপজেলা পরিষদ চত্বরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগ কালে নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নেজামপুর ইউনিয়ন আওয়ামী সাবেক সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা
প্রমূখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।