অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক নাচোল শাখার সহযোগিতা এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক নাচোল শাখার শাখা ব্যবস্থাপক ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ পরিচালক এমন এ হায়দার, সহকারী পরিচালক সাদ্দাম হোসেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান প্রমুখ।
এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ।