অলিউল হক ডলার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার একটি বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল মহিলা কলেজে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার,নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, সোনাইচন্ডী কারিগরি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির নাচোল শাখার সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেমান আলী প্রমূখ।