নাচোলে শ্যামলী সংঘ সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্যামলী সংঘ সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নাচোল রেলষ্টেশন মাঠে নাচোল ক্রিকেট একাডেমি বনাম শিবগঞ্জ পৌরসভা ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় নাচোল ক্রিকেট একাডেমী(১-০) গোলে বিজয়ী হয়।

খেলা শেষে স্টেশন মাঠ চত্তরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনাসভায় নাচোল সরকারি ডিগ্রী কলেজের (সাবেক) অধ্যক্ষ ও শ্যামলী সংঘের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনালী ব্যাংক নাচোল শাখার শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল শাখার শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমূখ। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।