অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ পরিষদের উদ্যোগে ২৫০জন দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় পৌর এলাকার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান আবু তাহের খোকন।
এসময় সময় উপস্থিত ছিলেন, জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, নাচোল জনকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম বাবু প্রমূখ।