নাটোর প্রতিনিধি: নাটোর সদর ও সিংড়া পৌরসভায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দুপুরে করোনা প্রতিরোধবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসি মো. শাহরিয়াজ এ সভায় সভাপতিত্ব করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউন চলাকালে শুধু ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে। এ ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
সভায় পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ জুন নাটোর সদর ও সিংড়া পৌরসভায় জারি করা সাত দিনের বিশেষ লকডাউন শেষ হওয়ার কথা ছিল আজ।