পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ নাটোরের কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়ায় মুরসালিন (৩ মাসের) শিশু সন্তানকে তার পিতা ইয়াসিন আলী ইটের উপর আছার দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২ টার দিকে নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের বড় বাপ খলিল জানায়, যখন ঘটনা ঘটে তখন আমি বাড়িতে ছিলাম না। জমিতে কাজ করছিলাম। খবর পেয়ে এসে শুনি যে, চেয়ারম্যান ও থানা পুলিশ এসেছিলো তখন নিহত শিশুর বোন বলে আমার পিতা ইয়াসিন আলী আমার ভাই মুরসালিন কে ঘরের ইটের সাথে মাথায় আঘাত করে মেরেছে।
নিহতের মামা সিপন জানায়, আমরা শুনেছি আমার ভাগ্নেকে তার পিতা ঘরের ইটের সাথে মাথায় আঘাত করে মেরেছে। এরপর স্থানীয়রা তাকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মমলা করার জন্য ভাগ্নের লাশ নিয়ে নাটোর সদর থানায় যাচ্ছি।
নাটোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়েছে। তাদের সাথে কথা বলতে হবে। আমি একটি প্রোগ্রামে আছি।