নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারীপাড়া রেলগেটের অদূরে রেল লাইনে ভাঙ্গন দেখা গেছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা লাইন পরিদর্শনে গিয়ে একটি লাইনে ভাঙ্গা দেখতে পায়। তবে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ভাঙ্গন মেরামতের কাজ চলছে।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে রেল কর্মীদের মাধ্যমে রেলওয়ে লাইনে ভাঙ্গা খবর পান তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রেলওয়ে কর্মীদের পাঠানো হয়। লাইনটি পরিদর্শন করে সেখানে মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ের কর্মীরা। পুরাতন লাইন হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। অনেক সময় স্লিপারের নিচে থেকে মাটি বা পাথর সরে গেলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি করে এগুলো মেরামত করে থাকেন। লাইনে এই ভাঙ্গা থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোন ট্রেনের সিডিউলে বিঘœ ঘটবে না বলে তিনি জানান।