সোহেল রানা, নাটোর প্রতিনিধি: নাটোরের মানহা ইসলাম (লিবা) ১ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। সে শহরের হাফরাস্তা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এর ছাত্রী।
শহরের বড়গাছা পালপাড়া এলাকার বাবা সিরাজুল ইসলাম (লিটন) ও মা আলীয়া আল্ সুলেহা খাতুন (লিনা)এর এক মাত্র কন্যা লিবা লেখাপড়ায় বেশ মনোযোগী। সে তার এই সাফল্যের জন্য তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, খালা-খালু, মামা-মামী, ফুপা-ফুপর প্রতি কৃতজ্ঞ।
লিবা ভবিষ্যতে লেখাপড়া শিখে ডাক্তার হতে চায়। এজন্য সে সবার দোয়া প্রার্থনা করেছে।