নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম ও বিদায়ি ইউএনও দেওয়ান আকরামুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও দেওয়ান আকরামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষে থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় ইউএনও দেওয়ান আকরামুল হক কে। এ সময় নবাগত ইউএনও মোঃ রেদুয়ানুল হালিমকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাথমিক অফিসার মোঃ সানাউল্লাহ, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল হাসান,কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসাইন, উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অফিসার সারোয়ার হোসেন শাহিন, নলডাঙ্গা পল্লী বিদ্যুতের (এজিএম) আল ইমরান ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,উপজেলা ইউডিএফ অফিসার আশরাফুল সিদ্দিকী , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন প্রমুখ।
বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, তাঁর কর্মকালীন সময়ে সর্বক্ষেত্রে সকল উপজেলা অফিসার ও সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন। প্রকৃতপক্ষে নলডাঙ্গা মানুষ অতি সহজ সরল ও সাধারণ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও ) মোঃ রেদুয়ানুল হালিম বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে নলডাঙ্গা উপজেলাবাসীকে সেবা দিতে এসেছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।