নাটোর প্রতিনিধি: নাটোরে শোভাযাত্রা, কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬টি প্লাজা পৃথকভাবে ওয়ালটন ডে পালিত হয়েছে। রবিবার (২০ মার্চ) নাটোর শহরের কানাইখালী ওয়ালটন প্লাজা ও শহরের মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজা উদ্যানে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার বানিজ মিয়া। কানাইখালী ওয়ালটন প্লাজা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজা হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও কানাইখালী ওয়ালটন প্লাজা শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন ক্রেডিট মনিটর মো.নওশাদ আলম, নাটোর কানাইখালী ওয়ালটন প্লাজার মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার গোলক কুমার ষোল , সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানেজার মোঃ আরিফুর রহমান মন্ড়ল প্রমুখ। এদিকে বড়পাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মহিদুল আলম , গুরদাসপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ বেলাল হোসেন, লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ আবু সালেহ জঙ্গি মুছা, সিংড়া ওয়ালটন প্লাজা ম্যানেজার শাকিব প্রমূখ। পৃথক পৃথকভাবে দিনটি যথাযথ ভাবে পালন করেন।
উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু হয়। কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসায় আজ বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটন।