নাটোর প্রতিনিধি: নাটোরে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম নামের এক মুদি দোকানীর দোকানে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ছাতনীতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শফিকুল ইসলাম নাটোর সদরের ছাতনী ইউনিয়নের তেলকুপি ফকিরপাড়া এলাকার মালেক সরদারের ছেলে।
ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার শিহাব তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের কথা বলে। মামলা না তুললে তারা হত্যার হুমকী দেয়। তারপরে রাত আড়াইটিার দিকে তার বাড়ি সংলগ্ন দোকানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, দোকানে রক্ষিত টেলিভিশন,ফ্রিজ এবং মালামালসহ ৩ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। আব্দুল মান্নান নামে এক এলাকাবাসী অভিযোগ করেন, আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস এবং ৯৯৯ এ কল দিলেও কেউ এগিয়ে আসেনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।