নাটোরে পৌর যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা


নাটোর প্রতিনিধি: নাটোরে পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে এই ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাপ্পী নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাজমুল শেখ বাপ্পী শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীর ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের একাংশের নেতা কর্মিরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।