নাটোর প্রতিনিধি: নাটোরে প্রচন্ড শীত জেঁকে বসেছে। সেই সাথে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরে পড়ায় নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিন দিন ধরে সুর্যের মুখ দেখা যায়নি। ফলে প্রচন্ড শীতে আর হিমেল বাতাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢেঁকে যাওয়ায় সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও সকল যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কৃষক আমজাদ, করিম, দিন মজুর আক্কাস আলী, শরিফ সহ অন্যান্যরা জানান, প্রচন্ড শীতে ঘরের বাহিরে যাওয়া কঠিন। কিন্তু কষ্ট হলেও দিন মজুর সহ নিন্ম আয়ের মানুষদের জীবিকা অর্জনের তাগিদে বাহিরে যেতেই হচ্ছে। গ্রামাঞ্চলের মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে।