নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিন পালিত


নাটোর প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর নঁওগা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক যুবক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন ।