নাটোরে ফুলবাগানে ব্লাড গ্রুপ ডোনার  স্থাপিত


নাটোর প্রতিনিধি: নাটোরে ফুলবাগানে ব্লাড গ্রুপ ডোনার  স্থাপিত করা হয়েছে। ২০২০  সালে ১০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এখন বর্তমানে প্রায় ৮০০ শ সদস্য নিয়ে নাটোর ফুলবাগান ব্লাড ডোনার গ্রুপ  চলছে। এই ব্লাড ডোনার গ্রুপের কাজ হচ্ছে অসহায় গরিব দু:খীদের যদি রক্ত লাগে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে বিনা পয়সা আত্নমানবতায় রক্ত দান করা হয়।
২০২৩ সকলে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে সভাপতি রেজোয়ান মল্লিক, সাধারন সম্পাদক শাকিল, সাংগঠনিক সম্পাদক  রানা সরকার,যুগ্ন সাধারন সম্পাদক মিশুক ইসলাম,সহ সভাপতি জয় প্রকাশ, সহ সভাপতি কালাম, উপদেষ্টা হাসিবুল হোসাইন, আকরাম হোসেন নসীব, খন্দকার আল মামুন আলমগীর,