নাটোরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাটোর প্রতিনিধি: “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামাত, দেশবিরোধী সকল ষড়যন্ত্র¿ রুখে দাঁড়াও” এই শ্লোগান নিয়ে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্র্স পার্টি। শনিবার শহরের আলাইপুর মুসলিম ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ ইব্র্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত বক্তারা বলেন আমেরিকার সরকার বাংলাদেশের মানুষের উপর নিশেধাজ্ঞা দিয়ে একটা লোক দেখানো নির্বাচন করে বিএনপি-জামায়াকে ক্ষমতায় আানতে চান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নানা বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান তারা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ-স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে এবং সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্র্ণভাবে সমাধা করতে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশ প্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।