নাটোরে বিষ মুক্ত ও নিরাপদ সব্জি চাষের লক্ষ্যে অবহিতকরণ সভা  ও সমিতি গঠন 


নাটোর প্রতিনিধি: জলাবদ্ধ জমিতে বিষ মুক্ত ও নিরাপদ সব্জি চাষ সম্প্রসারণের লক্ষ্যে নাটোরে প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড়াইগ্রাম উপজেলার বাতরা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা খামার বাড়ির উপ-পরিচালক ড. হযরত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পার্সন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন সারা বছর যে সব জলাবদ্ধ জমি পতিত থাকে সেসব জমিতে বিশেষ পদ্ধতিতে ভাসমান জমিতে বিষ মুক্ত ও নিরাপদ সব্জি চাষ করা সম্ভব। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে তেমনি ক্রেতারা নিরাপদ সব্জি পেতে পারবে। পরে অতিথিরা ভাসমান সব্জি জমিগুলো ঘুরে দেখেন।

উল্লেখ্য পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।